Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44kখোলা বাজার২৪, সোমবার, ২৩ মে, ২০১৬: বন্ধু ও অনুসারীদের কাছে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে প্রায় সবকিছুই শেয়ার করেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। পরিবারের সদস্যদের জন্মদিন থেকে শুরু করে যেকোনো অনুষ্ঠানের ছবিসহ পোস্ট দিতে দেখা যায় তাঁকে। তবে ১৯ মে তারিখটি জাকারবার্গের জীবনে একটি বিশেষ দিন বটে। কেন? কারণ, এদিন প্রিসিলা চ্যানকে বিয়ে করেছিলেন তিনি। দেখতে দেখতে চার বছর পেরিয়ে গেল। ২০১২ সালে প্রিসিলাকে ঘরে তোলার পর গত বছরে তাঁদের মেয়ে ম্যাক্সিমার জন্ম হয়েছে।
তাই এবারের বিয়েবার্ষিকী একটু বিশেষভাবে পালন করেছেন জাকারবার্গ দম্পতি। তাঁরা ‘হ্যামিল্টন: অ্যান আমেরিকান মিউজিক্যাল’ নাটক দেখতে যান। বিয়েবার্ষিকীতে নাটক দেখে কাটানোর ওই বিশেষ মুহূর্তটি তিনি ফেসবুকে শেয়ার করেছেন। ওই ছবিতে জাকারবার্গ, প্রিসিলা ছাড়াও নাটকের লেখক লিন-ম্যানুয়েল মিরান্ডাকেও দেখা যাচ্ছে।
কেমন ছিল জাকারবার্গের বিয়ে?
সধৎশজাকারবার্গের সঙ্গে প্রিসিলার প্রণয়ের শুরু ২০০৫ সাল থেকে। জাকারবার্গ প্রিসিলার কাছে ফেসবুকে চাকরি করার বিষয়ে আগ্রহী কি না, তা জানতে চেয়েছিলেন। প্রিসিলা ইতিবাচক উত্তর দিলে দুজনের সম্পর্কের শুরু হয়। তবে বাস্তবে প্রিসিলা কখনোই ফেসবুকের জন্য কোনো কাজ করেননি।
দীর্ঘদিনের বান্ধবী চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিক প্রিসিলা চ্যানকে পারিবারিকভাবে বিয়ে করেন জাকারবার্গ। এই বিয়েতে মাত্র ১০০ জন অতিথি উপস্থিত ছিলেন। নিজের নকশা করা ‘সাধারণ’ একটি রুবির আংটি পরান ওই সময় ২৮ বছর বয়সী জাকারবার্গ। বিয়েতে স্থানীয় একটি রেস্তোরাঁ থেকে খাবার আনিয়েছিলেন। খুবই সাদামাটাভাবে বিয়ে করেন তিনি। বিয়েতে মার্ক ও প্রিসিলা নতুন জীবন শুরু করার আগে ভবিষ্যতে ছাড়াছাড়ি হয়ে গেলে সম্পত্তির অংশ কে কতটুকু পাবেন, সে বিষয়েও নিজ নিজ আইনজীবীর সঙ্গে আলোচনা করে নেন। বিয়ের পর দুজনই তাঁদের ফেসবুক স্ট্যাটাস বদলে ‘ইন আ রিলেশনশিপ’-এর জায়গায় ‘ম্যারেড’ লেখেন। বিয়ের পরিকল্পনাটি আগেভাগেই সেরে রেখেছিলেন তাঁরা। কিন্তু অপেক্ষা করছিলেন উপলক্ষ আর প্রিসিলার চিকিৎসক হওয়ার জন্য। ওই বছরের ১৪ মে জাকারবার্গের জন্মদিনে চিকিৎসক হন প্রিসিলা।