Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45kখোলা বাজার২৪, সোমবার, ২৩ মে, ২০১৬: ফ্রি মেসেজিং অ্যাপ হিসেবে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হচ্ছে, ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। বিশ্বব্যাপী ১০০ কোটিরও বেশি মানুষ এই মেসেজিং অ্যাপটি ব্যবহার করছেন।
এই অ্যাপটির মাধ্যমে বিনা মূল্যে চ্যাট, ছবি, ভিডিও, ও অডিও মেসেজ আদান-প্রদান করা যায়।
হোয়াটসঅ্যাপে আরো বেশি সুবিধা উপভোগের জন্য অনেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী কাছে সাম্প্রতিক সময়ে ‘হোয়াটসঅ্যাপ গোল্ড ভার্সন’ আপগ্রেড করা মেসেজ আসছে।
এই মেসেজে বলা হচ্ছে, ‘অবশেষে হোয়াটসঅ্যাপের গোল্ড ভার্সন ফাঁস হয়েছে। এই ভার্সনটি কেবলমাত্র বড় সেলিব্রিটিরা ব্যবহার করে থাকে। এখন চাইলে আপনিও ব্যবহার করতে পারবেন। হোয়াটসঅ্যাপের গোল্ড ভার্সনে অনেক আধুনিক ফিচার রয়েছে যেমন- ভিডিও কলিং সুবিধা, ভুলক্রমে পাঠানো মেসেজ মুছে ফেলার সুবিধা, একসঙ্গে ১০০ ছবি পাঠানোর ‍সুবিধা, ফ্রি কলিং সুবিধা, হোয়াটসঅ্যাপের থিম পরিবর্তনের সুবিধাসহ আরো নানা চমকপ্রদ ফিচার। হোয়াটসঅ্যাপের এই গোল্ড ভার্সনটি শুধুমাত্র ইনভাইটেশন লিংক পাওয়ার ভিত্তিতে ব্যবহার করা যাবে। আপনাকে এটি ব্যবহারের জন্য লিংক পাঠানো হলো। নতুন এই ভার্সনটি অ্যাকটিভ হওয়ার পর হোয়াটসঅ্যাপের সবুজ আইকন সোনালী রঙে দেখাবে। এবং এর সকল ফিচার শতভাগ নিরাপদে ব্যবহার করা যাবে। হোয়াটসঅ্যাপের গোল্ড ভার্সনটি আপগ্রেড করার জন্য লিংকে ক্লিক করুন।’
ভভভ
তবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সাবধান। হোয়াটসঅ্যাপ গোল্ডেন ভার্সন আপগ্রেড করার এই মেসেজ আপনার কাছে এসে থাকলে ভুলেও লিংকে ক্লিক করবেন না। এই মেসেজটি হ্যাকারদের প্রতারণার নতুন ফাঁদ। লিংকে ক্লিক করলেই একটি পেজ খুলবে সঙ্গে দেখাবে ৪০৪ ইরর। পাশাপাশি হ্যাকাররা আপনার ফোন বা পিসি থেকে উধাও করে দিতে পারে গুরুত্বপূর্ণ তথ্য।