Wed. Sep 17th, 2025
Advertisements

61খোলা বাজার২৪, সোমবার, ২৩ মে, ২০১৬: চীনে এক চলচ্চিত্র অভিনেত্রীকে অনুষ্ঠান মঞ্চে জাপটে ধরেছেন তারই এক ভক্ত। আর এজন্য ওই ভক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ।
চায়না টপিক্সের এক প্রতিবেদনে বলা হয়, অভিনেত্রী ক্রিস্টাল লিউ সম্প্রতি গুয়াংঝাউ রাজ্যে তার আগামী ছবির প্রচারণা অনুষ্ঠানে হাজির হন। সেখানে ভক্তদের নানা আবদার মঞ্চ থেকে হাসিমুখে মেটাচ্ছিলেন তিনি।
সেখানে হঠাৎ এক যুবক দৌড়ে মঞ্চে উঠে জাপটে ধরেন ২৮ বছরের অভিনেত্রী লিউকে। এই ঘটনায় বিস্মিত হয়ে যান সবাই।
পরে পুলিশ ওই যুবককে আটক করে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নেয়।
অনুষ্ঠানের আয়োজকরা জনান, তেমন কোন আঘাত বা চোট লাগেনি লিউয়ের। তবে ঘটনার ভয়াবহতায় তিনি বেশ আতঙ্কিত।
অভিনেত্রী ক্রিস্টার লিউ চীনে এখন বেশ জনপ্রিয়। তিনি লিউ ইয়েফেই নামেও বেশি পরিচিত। নিজের আগামী ছবি ‘নাইট পিকক’ এর প্রচারে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তিনি।
ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান লিউয়ের কাছে এমন ঘটনার জন্য ক্ষমা চেয়েছে।