Fri. Sep 19th, 2025
Advertisements

37kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২৪ মে, ২০১৬: তামাকজাত পণ্যে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে কার্যকর ও বর্ধিত হারে করারোপের দাবি জানিয়েছে তামাক বিরোধী বিভিন্ন সংগঠন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘কেমন তামাক-কর চাই’ শীর্ষক প্রাক বাজেট সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রজ্ঞা ও এন্টি টোব্যাকো মিডিয়া এ্যলায়েন্স (আত্মা), তামাকবিরোধী সংগঠন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, অধীর ফাউন্ডেশন, এইড ফাউন্ডেশন, ঢাকা আহছানিয়া মিশন, বাংলাদেশ এন্টি টোব্যাকো এ্যালায়েন্সসহ (বাটা) আরও কয়েকটি সংগঠন।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন প্রজ্ঞা ও এন্টি টোব্যাকো মিডিয়া এ্যলায়েন্সের (আত্মা) সহ আহ্বায়ক নাদিরা কিরণ।
আসছে বাজেটে বর্ধিত হারে কর আরোপের দাবি জানিয়ে তিনি বলেন, সিগারেটের কর আরোপের জন্য ব্যবহৃত মূল্যস্তর প্রথা তুলে দিতে হবে। এই মূল্যস্তর প্রথা কর ফাঁকির অন্যতম প্রধান হাতিয়ার। সব ধরণের সিগারেটের উপর একই হারে অর্থাৎ খুচরা মূল্যের ৭০ শতাংশ সমপরিমাণ সুনির্দিষ্ট এক্সাইজ ট্যাক্স আরোপ করতে হবে। এসময় সংগঠনের পক্ষ থেকে কিছু দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল মালিক, প্রত্যাশার সাধারণ সম্পাদক হেলাল আহমেদ প্রমুখ।