Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২৪ মে, ২০১৬: আরো এক বিরল দৃশ্যের সাক্ষী হতে চলছে বিশ্ব। ১৩ বছর পর পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসছে মঙ্গল। আগামী সোমবার এই বিরল দৃশ্যে দেখা যাবে।
সেদিন পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব থাকবে চার কোটি ৬৭ লক্ষ মাইল। ফলে রাতের আকাশে খালি চোখেও দেখা যাবে এই লাল গ্রহকে। গত ১৩ বছরে পৃথিবী থেকে মঙ্গলকে এত বড়, আর এত উজ্জ্বলভাবে আর কখনও দেখা যায়নি।
মহাকাশ বিজ্ঞানীদের মতে, সূর্যকে একটি উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে মঙ্গল। সেই আবর্তনের সময় কখনও তা পৃথিবী থেকে চলে যায় অনেক দূরে আবার কখনও তা চলে আসে পৃথিবীর খুব কাছে। দূরে গেলে সেই অবস্থানটাকে বলা হয় এপি হেলিয়ন। আর কাছে এলে সেই অবস্থানটিকে বলা হয় পেরি হেলিয়ন।
৩০ মে থেকে মঙ্গল গ্রহটি যে অবস্থানে থাকবে তাকে বলা হয় পেরি হেলিয়ন। ফলে এই পরিস্থিতিতে কয়েক সপ্তাহ ধরে সূর্য, পৃথিবী আর মঙ্গল থাকবে একই সরলরেখায়। ফলে সৃর্য ডুবলেই রাতের আকাশে ঝকঝকে অবস্থায় দেখা যাবে পৃথিবীকে।
এই ঘটনাটি অত্যন্ত বিরল কারণ এরপর মঙ্গল আমাদের পৃথিবীর সবচেয়ে কাছে আসবে আবার ২২৮৭ সালে। অর্থাৎ ২৮১ বছর পরে।