Thu. Sep 18th, 2025
Advertisements

57খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৪ মে, ২০১৬: ১৬ গোল করে রিয়াল মাদ্রিদকে উয়েফা চাম্পিয়ন্স লীগে নিয়ে এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে হয়তো ফাইনালটা খেলতে পারছেন না রিয়াল সুপারস্টার। কারণ হঠাৎই ইনজুরিতে পড়েছেন এই স্ট্রাইকার। আর তাই পুরো রিয়াল শিবিরের মন খারাপ।
তবে কোচ জিদান আশা করছেন শনিবারের আগেই সুস্থ হয়ে উঠবেন রোনালদো। ফাইনালের আগে অনুশীলন করতে মাঠে নেমেছিলেন রিয়ালের সবাই। তবে হঠাৎ করেই উঁরুতে চোট পান ক্রিস্টিয়ানো। ব্যথাটা এতোটাই তীব্র ছিল যে অনেকক্ষণ মাঠেই গড়াপড়ি দিয়েছেন তিনি।
খোঁড়াতে খোঁড়াতে অনুশীলনের মাঠ থেকে উঠে যান পর্তুগীজ উইঙ্গার। গত মাসে উরুতে চোটের কারণে তিন ম্যাচে মাঠের বাইরে ছিলেন রোনালদো।
তবে মাদ্রিদ শিবির আশা করছে শনিবারের আগেই পূর্ণ সুস্থ হয়ে উঠবেন রোনালদো। দলটির চিকিৎসক জানান, উরুতে চোট পেয়ে মাঠ ছেড়েছেন রোনালদো। তবে এনিয়ে চিন্তার কিছু নেই। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে সে। আর অ্যাটলেটিকোকে হারিয়ে আমরাই শিরোপা জিতবো।
এই মৌসুমে ১৬ গোল করেছেন সিআরসেভেন। আর এক গোল করলেই গত আসরে করা তারই ১৭ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন তিনি। তবে রোনালদো যদি না খেলতে পারেন তবে সেটা কিন্তু রিয়াল সমর্থকদের জন্য খুব বড় একটা ধাক্কাই হবে।