Thu. Sep 18th, 2025
Advertisements

30খোলা বাজার২৪, বুধবার, ২৫ মে, ২০১৬: নেদারল্যান্ডের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত চিঠি দিয়ে জানিয়েছেন বিএনপি-জামায়াত জোট বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ২০১৩ সাল থেকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের যে অভিযোগ করে আসছে, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
মাহমুদ আলী বলেন, ‘এ চক্রটি বাংলাদেশ ও বাঙালি জাতির বিরুদ্ধে জঘন্য মিথ্যাচারে লিপ্ত। বিশেষ করে জামায়াত ১৯৭১ সালে যে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধ করেছে তা ধামাচাপা দেওয়ার জন্যই এ ধরনের অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।’
তুরস্ক তার রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেয়নি, তারা এ সম্পর্কে কিছু জানায়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃহস্পতিবার জাপান সফর নিয়ে তিনি বলেন, ‘আগামী ২৬ থেকে ২৮ মে জাপানের ইসে-সিমাতে অনুষ্ঠিত জি-৭ সামিটে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে তিনি সেখানে যাচ্ছেন। ২৮ মে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।’
সূত্র জানায়, ইসে-সিমাতে অনুষ্ঠিত সামিটে প্রধানমন্ত্রীকে স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং উন্নত অবকাঠামো বিনির্মাণে সহযোগিতা সংশ্লিষ্ট চারটি মৌলিক বিষয়ে আলোচনায় নেতৃত্বশীল ভূমিকা গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে।
জাপানে অবস্থানকালে প্রধানমন্ত্রী টোকিওতে বাংলাদেশের দূতাবাসের নিজস্ব চ্যান্সারি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলেও জানান তিনি।
এ সফরে জি-৭ নেতাদের সঙ্গে সাইড লাইনে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে বলে মন্ত্রী জানান।