Thu. Sep 18th, 2025
Advertisements

35খোলা বাজার২৪, বুধবার, ২৫ মে, ২০১৬: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বি আরটিএ) কর্মকর্তা ও বাস মালিকদের সমন্বয়ের অভাবে গণপরিবহনের ভাড়া কমছে না।
আজ বুধবার দুপুরে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে দূরপাল্লার ডিজেলচালিত বাসে পুনঃনির্ধারিত ভাড়া কার্যকরণ পর্যবেক্ষণে বি আরটিএর মনিটরিং টিমের কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। বাস মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, একশ থেকে তিনশ কিলোমিটার পর্যন্ত সরকারের নির্দেশনা হচ্ছে তিন টাকা থেকে নয় টাকা কমানো। এটা কমাতে আপনাদের কলিজা কাঁপছে কেন?
সড়ক ও সেতুমন্ত্রী বলেন, সরকার-নির্ধারিত ভাড়ার হার গণপরিবহন মালিকরা মানছেন না। আর এটি হচ্ছে বি আরটিএর গাফিলতির কারণে। সংস্থাটির কর্মীরা মাঠে তদারকি করছেন না। মন্ত্রী আরো বলেন, বি আরটিএর চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হবে, বাস মালিক সমিতির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেন ভাড়া বৈষম্য দূর করেন।