খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬: প্রযুক্তির কল্যাণে জীবন আরো সহজ করে তোলার সব চেষ্টাই করছেন বিজ্ঞানীরা। আমাদের দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয় ব্যবহারের উপকরণগুলোও এখন প্রযুক্তির ছোঁয়ায় হয়ে উঠছে আরো ব্যবহার-উপযোগী। এই যেমন নতুন এক প্রযুক্তি নির্ভর টুথব্রাশের কথাই ধরুন। আমেরিকায় সিয়াটলের এক কোম্পানি ঘোষণা দিয়েছে, তারা এমন এক টুথব্রাশ বাজারে আনতে যাচ্ছে, যা দিয়ে দাঁত ব্রাশ করার সময় আপনি মুখের ভেতরের অংশের ভিডিও দেখতে পাবেন।
‘প্রোফিক্স’ নামের ঐ ভিডিও টুথব্রাশ তৈরি করেছেন ডাক্তার ক্রেইগ এস. কোহলার। এই টুথব্রাশে ওয়াই ফাই ও ব্লু টুথ টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এর ফলে যে ব্যক্তি ব্রাশটি ব্যবহার করবেন, তার মুখের ভেতরের অংশের ভিডিও দেখা যাবে স্মার্ট ফোনে। টুথব্রাশটিতে আরো থাকবে একটি অ্যাপ, যার মাধ্যমে ভিডিও ফিড দেখা যাবে, যাতে করে মুখের স্বাস্থ্যের বিষয়টি সম্পর্কে ধারণা পাবেন ব্যবহারকারী।
ডাক্তার কোহলার এ প্রসঙ্গে বলেন, ‘আপনি সরাসরি ভিডিও দেখতে পারার পাশাপাশি মুখের ভেতরের বিভিন্ন অংশের ছবিও তুলতে পারবেন। সেসব ছবি অ্যালবামেও রাখতে পারবেন। আপনার মাড়ির রং পরিবর্তন হচ্ছে কি না, ফিলিং করা দাঁতটি ঠিক আছে কি না- সব কিছু বুঝতে পারবেন।’
প্রোফিক্স কোম্পানি নতুন এই টুথব্রাশটির জন্য অগ্রিম অর্ডার নিচ্ছে। ব্যবসায়িক স্ট্র্যাটেজি হিসেবে এর দাম কমিয়ে ধরা হয়েছে ২৯৯ ডলার। এই দামে অর্ডার করলে পাবেন টুথব্রাশটি। তবে আগামী বছর থেকে বাজারে এটি কিনতে হবে ৩৯৯ ডলারে। মুখের ভেতরের অংশ ভিডিও করে ডাক্তার কোহলার প্রতিদিন দাঁতের রোগী দেখেন, সেসব ভিডিও থেকেই তার মাথায় নতুন এ ধরনের টুথব্রাশ তৈরির আইডিয়া আসে।
তার মতে, এই টুথব্রাশ কিনে খদ্দেররা বাসায় বসেই এখন থেকে তাদের দাঁতের স্বাস্থ্য সহজে বুঝতে পারবেন। তাদের দাঁত ও মাড়িতে কি কি সমস্যা আছে, সেগুলো আগেই দেখতে পারবেন। এর মাধ্যমে নিজের দাঁত ও মাড়ির ব্যাপারে আরো সচেতন হয়ে উঠবেন সবাই।
আইডিয়া ভালোই। এমনিতে আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেই না। তার ওপর দাঁতের ডাক্তারদের কাছে যেতেও ভয় কাজ করে। এই ভিডিও টুথব্রাশ হয়তো আমাদের দাঁতের যথাযথ যতœ নিতে সাহায্যই করবে।