খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬: প্রথমবারের মতো রোবট মোবাইল বাজারে ছেড়েছে জাপান। আজ বৃহস্পতিবার থেকে স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে এ মোবাইলটি। এটি দেখতে মানুষের মতো। হাঁটতে পারে। নাচতে পারে। তবে আকৃতি পকেট-সাইজ। এর নাম দেয়া হয়েছে ‘রোবোহন’।
প্রাথমিকভাবে দাম ধরা হয়েছে এক লাখ ৯৮ হাজার ইয়েন বা এক হাজার ৮০০ ডলার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস। জাপানের ইলেকট্রনিক কোম্পানি শার্প। তাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রথম রোবট জ্যোতির্বিদ ‘কিরোবো’ আবিস্কারক তোমোতাকা তাকাহাসি। নতুন রোবট মোবাইল ফোন চালু উপলক্ষে ওসাকাভিত্তিক কোম্পানি শার্প টোকিওতে চালু করেছে ‘রোবোহন ক্যাফে’। এটি উন্মুক্ত থাকবে ৭ই জুন পর্যন্ত। এ সময়ের মধ্যে ভিজিটররা সেখানে গিয়ে এ রোবট মোবাইল টেস্ট করতে পারবেন। এই ফোনে অ্যান্ডয়েডের সঙ্গে কথোপকথনের এপ্লিকেশন সহ অনেক এপ্লিকেশন প্রস্তাব করা হয়েছে।
জাপানের এই ইলেকট্রনিক কোম্পানি প্রতি মাসে এমন মোবাইল তৈরি করছে ৫ হাজার টি। এর মাধ্যমে তারা এমন মোবাইল তৈরিতে নেতৃস্থানে পৌঁছাতে চায়। এটি বিক্রির জন্য তাইওয়ানের কোম্পানি হন হাইয়ের সঙ্গে তাদের চুক্তি হয়েছে। ফক্সকন নামেও পরিচিত হন হাই। রিপোর্টে বলা হয়েছে, রোবট মোবাইলটি ১৯.৫ সেন্টিমিটার লম্বা। ওজন ৩৯০ গ্রাম। ভিডিও, ফটো ও ম্যাপ প্রজেক্টর হিসেবে ব্যবহার করা যাবে এ মোবাইল ফোন।