Sat. Sep 27th, 2025
Advertisements

2kখোলা বাজার২৪শুক্রবার, ২৭ মে ২০১৬: বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশান থানায় এ মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ডিবির একটি সূত্র।
তবে সন্ধ্যার ৭টার দিকে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন মিয়া জানান, মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে আজই রাজারবাগ পুলিশ মিলনায়তনে আয়োজিত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এ মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, প্রাথমিক তদন্তে পাওয়া গেছে আসলাম চৌধুরী বর্তমান সরকারকে অজনপ্রিয় করতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে ষড়যন্ত্র করছিলেন।
গত ১৫ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
গত ১৫ মে গোয়েন্দা ‍পুলিশ আসলাম চৌধুরীকে আটক করে। তাকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পরদিন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে পাঠান আদালত।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসলাম চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে আসলাম চৌধুরীকে গ্রেপ্তারের নির্দেশ দেয় সরকার।
সম্প্রতি ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে আসলামের একটি ছবি সংবাদ মাধ্যমে প্রকাশের পর তোলপাড় শুরু হয়। ইসরায়েলের নেতার সঙ্গে আসলাম ষড়যন্ত্রমূলক বৈঠক করেছেন বলেও সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়। তবে আসলাম ইসরায়েলি নেতার সঙ্গে বৈঠকের কথা স্বীকার করলেও কোনো রকম ষড়যন্ত্রের কথা অস্বীকার করেন। তিনি দাবি করেন, ব্যবসায়িক কারণে বিভিন্ন জনের সঙ্গে তাঁর দেখা হয় এবং সে কারণেই মেন্দি এন সাফাদির সঙ্গে তাঁর বৈঠক হয়েছে।