Sun. Sep 21st, 2025
Advertisements

7খোলা বাজার২৪শুক্রবার, ২৭ মে ২০১৬: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে রিপাবলিকানদের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালের অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন রিপাবলিকান প্রার্থী হতে যাচ্ছেন ট্রাম্প।
বার্তা সংস্থা এপির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য যত ডেলিগেটের সমর্থন লাগে তা অর্জন করেছেন ট্রাম্প।
এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন এক হাজার ২৩৮ জন ডেলিগেটের সমর্থন। প্রার্থী হওয়ার জন্য যত দরকার, তার চেয়েও একটি ভোট বেশি পেয়েছেন তিনি। ১৬ জন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে রিপাবলিকান প্রার্থী হলেন ট্রাম্প।
আগামী জুলাই মাসে মনোনয়ন চূড়ান্ত করবে রিপাবলিকানরা।
আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন।