Fri. Sep 19th, 2025
Advertisements

7kখোলা বাজার২৪, শনিবার, ২৮ মে ২০১৬: সিঙ্গাপুরে আটক ৬ বাংলাদেশির বিরুদ্ধে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে জঙ্গি অর্থায়নের অভিযোগ আনা হয়েছে। গত মার্চ ও এপ্রিলে নিরাপত্তা আইনে সিঙ্গাপুর পুলিশ জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশি ৮ নাগরিককে গ্রেপ্তার করে।
আটক ওই ৮ বাংলাদেশির মধ্যে শুক্রবার (২৭ মে) ৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। সিঙ্গাপুরের ইংরেজি দৈনিক দ্য স্ট্রেইটস টাইমস এ খবর জানিয়েছে।
অভিযুক্ত ৬ বাংলাদেশির বয়স ২৬ থেকে ৩১ বছরের মধ্যে। এরা সবাই দেশটিতে শ্রমিক হিসেবে কর্মরত। অভিযুক্তরা হচ্ছে : মিজানুর রহমান (৩১), মামুন লিয়াকত আলী (২৯), রুবেল মিয়া (২৬), দৌলতুজ্জামান (৩৪), মো. জাবেদ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩০) ও ইসমাইল সোহেল হাওলাদার (২৯)।
অভিযুক্ত এ ৬ বাংলাদেশি নিজেদের ইসলামিক স্টেটের সদস্য দাবি করে পুলিশকে জানিয়েছে, তারা দেশে ফিরে বাংলাদেশে সরকার উৎখাতের পরিকল্পনা নিয়েছিল। উৎখাতের পর মধ্যপ্রাচের ইরাক ও সিরিয়ায় স্বঘোষিত ইসলামিক স্টেটের অধীনে বাংলাদেশ ভূখণ্ডকে খেলাফতের অংশ করারও সিদ্ধান্ত নিয়েছিল তারা।
সিঙ্গাপুর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অভিযুক্তদের নেতা মিজানুর রহমান। এদের মধ্যে দুজনের বিরুদ্ধে টাকা যোগানদারের ভূমিকা পালনের অভিযোগ আনা হয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে মামুন লিয়াকত আলী ছাড়া অন্য সবাই আদালতে দেয়া জবানবন্দিতে নিজেদের ইসলামিক স্টেটের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আগামী মঙ্গলবার (৩১ মে) এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
সিঙ্গাপুর পুলিশের মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানান, আটক বাংলাদেশিদের জঙ্গি সম্পৃক্ততা নিয়ে গত ৮ এপ্রিল তদন্ত শুরু হয়।
জঙ্গি সম্পৃক্ততার বিষয়ে সিঙ্গাপুর সরকার খুবই সতর্ক। এ সংক্রান্ত যে কোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখে দেশটির সরকার।