Thu. Sep 18th, 2025
Advertisements

8kখোলা বাজার২৪, রোববার, ২৯ মে ২০১৬: বায়োমেট্রিক পদ্ধতিতে ১০ কোটি ৯ লাখ মোবাইল সিম নিবন্ধন হয়েছে। অনিবন্ধিত সিম ২ মাসের মধ্যে না তুললে মালিকানা বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। রোববার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, সকল অপারেটরকে সার্ভার নিরবিচ্ছিন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রাহকদের হয়রানি বন্ধে সব ধরনের সুবিধা নিশ্চিত করতে বলা হয়েছে। সিম নিবন্ধন করেতে ৩১ মে সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ ব্যবস্থা রাখবে অপারেটররা।
১৬১০৩ নম্বরে কল করে গ্রাহক তার অভিযোগ জানাতে পারবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
পূর্ব ঘোষণা অনুসারে বায়োমেট্র্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের প্রথম দফায় বেঁধে দেওয়া সময়ের শেষ দিন ছিল ৩০ এপ্রিল। পরে তা ৩১ মে মধ্যরাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।