Mon. Sep 22nd, 2025
Advertisements

25খোলা বাজার২৪, রোববার, ২৯ মে ২০১৬: অভিবাসীবিরোধী অবস্থানের কারণে জার্মানির বিরোধী দলের এক পার্লামেন্ট সদস্যের মুখে চকলেট কেক ছুড়ে মারা হয়েছে। শনিবার মাগদেবার্গ এলাকায় দলের বৈঠক চলাকালে সাহরা ওয়াগেননেখটের মুখে এটি ছুড়ে মারা হয়।
সাহরা ওয়াগেননেখট উগ্র-বামপন্থী লিংকে পার্টির সদস্য। তিনি জার্মানিতে শরণার্থীদের সংখ্যা সীমিত করার আহ্বান জানিয়েছিলেন। এ কারণে দলের মধ্যেই বিব্রতকর অবস্থায় পড়েছিলেন সাহরা।

এর আগে নিজেদের ফ্যাসিবাদবিরোধী দাবি করে কেক ফর মিসানথ্রোপিস্ট (ঘৃণাকারীর জন্য কেক) নামের গ্রুপটি অভিবাসীবিরোধী অবস্থানের প্রতিবাদে প্রচারপত্র বিলি করে। এই গ্রুপেরই এক সদস্য সাহরাকে লক্ষ্য করে কেক ছুড়ে মারে। এসময় দ্রুত দলীয় সহকর্মীরা সাহরার দিকে ছুটে আসেন। তারা সাহরাকে মুখ মুছতে সহযোগিতা করেন এবং ক্যামেরার সামনে আড়াল দিয়ে রাখেন। পরে নিরাপত্তা রক্ষীরা ওই ব্যক্তিকে আটক করে বৈঠকস্থলের বাইরে নিয়ে যায়।