Sat. Sep 20th, 2025
Advertisements

26খোলা বাজার২৪, সোমবার, ৩০ মে ২০১৬: আশিকি ২’-এর দুর্দান্ত সাফল্যের পর আর একসঙ্গে দেখা যায়নি আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুরকে। বক্স-অফিসে সাফল্যের পাশাপাশি তাঁদের পর্দার রসায়নও খুব মনে ধরেছিল দর্শকের। এই জুটিকে আবারও দেখা যাবে নতুন একটি ছবিতে, নাম ‘ওকে জানু’।
বলিউড হাঙ্গামা থেকে খবর পাওয়া গেল যে ছবিটির কাজ এরই মধ্যে শেষ করেছেন আদিত্য ও শ্রদ্ধা। মনি রতœমের সুপারহিট দক্ষিণী ছবি ‘ওকে কানমানি’র রিমেক এই ছবি। ঝড়ের গতিতে শেষ করেছেন দুজনে ছবিটি, এ কথা বলাই যায়! মাত্র ৩৫ দিনে এই ছবির কাজ শেষ করে ফেলেছেন দুজনেই।
এমন গতিতে ছবির কাজ শেষ করে ফেলতে পারলে আনন্দেরই কথা। পুরো শুটিং টিমেই এখন তাই পার্টির আমেজ। শ্রদ্ধা কাপুর টুইটারে পোস্ট করেছেন তাঁদের এই সাফল্য উদযাপনের ছবি।
‘ওকে জানু’ ছবিটি প্রযোজনা করছেন করণ জোহর। পরিচালনা করেছেন শাদ আলি। এই ছবিতে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দেখা যাবে লীলা স্যামসন ও নাসিরুদ্দিন শাহকে। তবে এত দ্রুত শেষ হয়ে গেলেও এ বছরেই মুক্তি পাচ্ছে না ছবিটি। আগামী বছর, অর্থাৎ ২০১৭ সালের ১৩ জানুয়ারি বড়পর্দায় আসছে ‘ওকে জানু’।