Wed. Sep 17th, 2025
Advertisements

40খোলা বাজার২৪, সোমবার, ৩০ মে ২০১৬: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় সেগুনবাগিচার বাসায় পাঠানো চিঠিতে এই হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আমরা চিঠির বিষয়ে খোঁজখবর নিচ্ছি।
এর আগেও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পরিবারকে হত্যার হুমকি দিয়ে তার মেয়ে অ্যাডভোকেট শিশির কণাকে চিঠি দিয়েছিলো ‘ইসলাম রক্ষাকারী দল’ নামে একটি সংগঠন।