Thu. Sep 18th, 2025
Advertisements

49খোলা বাজার২৪, সোমবার, ৩০ মে ২০১৬: আইপএিলরে সরো একাদশে মুস্তাফজিমুস্তাফিজুর রহমানের সানরাইজার্সের শিরোপা উঁচিয়ে ধরার মধ্য দিয়ে রোববার রাতে আইপিএলের পর্দা নামলো। রোমাঞ্চকর লড়াই শেষে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে শিরোপা জয় করে ডেভিড ওয়ার্নার-মুস্তাফিজের সানরাইজার্স।
আইপিএল শেষে মিলিয়ন ডলারের টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় পোর্টাল ইএসপিএনক্রিকইনফো। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ সেই একাদশে জায়গা করে নিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ।
এবারের আইপিএলে প্রথমবারের মতো অংশ নিয়েই বাজিমাত করেন মুস্তাফিজ। সানরাইজার্সের হয়ে ১৬ ম্যাচে ১৭ উইকেট নেন তিনি। এর মধ্যে বেশ কয়েকটি বিস্ময়কর স্পেল উপহার দেন তিনি। যে কারণে কাটার মাস্টারকে আইপিলের সেরা একাদশে জায়গা দিতে দ্বিতীয়বার ভাবতে হয়নি ক্রিকইনফোর বোদ্ধাদের।
ক্রিকইনফোর সেরা একাদশে ওপেনার হিসেবে সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গী ব্যাঙ্গালুরুর নেতা বিরাট কোহলি। মিডলঅর্ডারে ব্যাঙ্গালুরুর দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে রাখা হয়েছে ভারতীয় তারকা লোকেশ রাহুলকে।
অলরাউন্ডার হিসেবে কলকাতা নাইট রাইডার্সের ইউসুফ পাঠানের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রুনাল পান্ডে ও গুজরাট লায়ন্সের ক্রিস মরিস জায়গা করে নিয়েছেন।
একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে ক্রিকইনফোর সেরা একাদশে জায়গা পেয়েছেন ব্যাঙ্গালুরুর যোগেন্দ্র চাহাল। পেস বোলিং আক্রমণে মুস্তাফিজের সঙ্গী তার সানরাইজার্স সতীর্থ ভুবনেশ্বর কুমার। সেইসঙ্গে রয়েছেন মিডিয়াম পেসার ধাওয়াল কুলকর্নি।
আইপিএলের সেরা একাদশ:
১. বিরাট কোহলি: ১৬ ম্যাচে ৮১.০৮ গড়ে ৯৭৩ রান। ৪টি সেঞ্চুরির সঙ্গে ৭টি হাফসেঞ্চুরি।
২. ডেভিড ওয়ার্নার: ৬০.৫৭ গড়ে ৮৪৮ রান। কোনো সেঞ্চুরি না করলেও ৯টি হাফসেঞ্চুরি করেছেন এই অস্ট্রেলিয়ান ওপেনার।
৩. এবি ডি ভিলিয়ার্স: ৫২.৮৪ গড়ে ৬৮৭ রান। ১টি সেঞ্চুরি ও ৬টি হাফসেঞ্চুরি।
৪. লোকেশ রাহুল: ১৪ ম্যাচে ৪টি হাফ সেঞ্চুরির সাহায্যে ৪৪.১১ গড়ে ৩৯৭ রান।
৫. ইউসুফ পাঠান: ১৫ ম্যাচে ৩টি হাফসেঞ্চুরির সাহায্যে ৭২.২০ গড়ে ৩৬১ রান।
৬. ক্রিস মরিস: ১২ ম্যাচে ৬৫.০০ গড়ে ১৯৫ রান এবং ১৩ উইকেট।
৭. ক্রুনাল পান্ডে: ১২ ম্যাচে ৩৯.৫০ গড়ে ২৩৭ রান ও ৬ উইকেট।
৮. ভুবনেশ্বর কুমার: ১৭ ম্যাচে সর্বাধিক ২৩ উইকেট।
৯. যোগেন্দ্র চাহাল: ১৩ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ২১ উইকেট।
১০. ধাওয়াল কুলকর্নি: ১৪ ম্যাচে ১৮ উইকেট।
১১ মুস্তাফিজুর রহমান: ১৬ ম্যাচে ১৭ উইকেট।