Sat. Sep 20th, 2025
Advertisements

12kখোলা বাজার২৪, মঙ্গলবার, ৩১ মে ২০১৬: রাজধানীতে নাশকতার ঘটনায় দায়ের করা সাতটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রফিকুল ইসলাম মিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ ও ২০১৪ সালে নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় রাজধানীর চারটি থানায় রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে ২৮টি মামলা করা হয়। পল্টন, মিরপুর, পল্লবী ও মতিঝিল থানায় মামলাগুলো দায়ের করা হয়। এর মধ্যে আজকের সাতটিসহ ২২টি মামলায় তিনি জামিন পেয়েছেন। আরো ছয়টি মামলায় জামিনের শুনানি অপেক্ষায় রয়েছে।
রফিকুল ইসলাম মিয়া ১৬ মে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।