Mon. Sep 22nd, 2025
Advertisements

Rangpurখোলা বাজার২৪, মঙ্গলবার, ৩১ মে ২০১৬: আব্দুর রহমান রাসেল,রংপুর: রংপুরসহ সারাদেশের প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর মাহিগঞ্জ সাতমাথা এলাকায় রংপুর-কুড়িগ্রাম ও রংপুর-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে মহাসড়কে ধান ফেলে বিক্ষোভ ও সমাবেশ করে এ অঞ্চলের কৃষকরা।
কর্মসূচিতে কৃষকরা তাদের উৎপাদিত ধান ফেলে বিক্ষোভ ও অভিযোগ করে বলেন, দেশের শষ্যভাণ্ডার বলে খ্যাত রংপুর বিভাগে এবার বোরো ধানের বাম্পার ফলন হলেও এখন পর্যন্ত খাদ্য বিভাগ ধান ক্রয় শুরু করেনি। ৩ মে থেকে সরাসরি কৃষকদের কাছে ৯শ’২০ টাকা মণ দরে ধান ক্রয়ের ঘোষণা দেয়া হলেও রংপুর অঞ্চলে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হয়নি। সমাবেশে বক্তব্য রাখেন, কৃষক নেতা আনোয়ার হোসেন বাবলু ও পলাশ কান্তী নাগসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট রংপুর জেলা শাখার আহ্বানে এ কর্মসূচি পালিত হয়।