Sat. Sep 20th, 2025
Advertisements

33খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩১ মে ২০১৬: জনপ্রিয় সংগীত তারকা মারায়া কেরি বিভিন্ন সময়ে নানা কা- ঘটিয়ে আলোচনায় এসেছেন। গানের মাধ্যমে তিনি যেমন ধারাবাহিকভাবে সফলতা পেয়েছেন, ঠিক তেমনি ব্যাক্তিগত স্ক্যান্ডালও কম হয়নি তাকে নিয়ে। তারই ধারাবাহিকতায় নতুন করে আলোচনায় আসলেন এ শিল্পী। এবার নিজের পোশাক নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরতে হলো তাকে।
সোমবার রাতে লস অ্যাঞ্জেলেসের একটি পার্টিতে অংশ নিয়েছেন মারায়া। সেখানকার মধ্যেমণিও ছিলেন তিনি। সবার নজর ছিলো তার দিকে। কিন্তু মারায়াকে দেখে কি আর নজর অন্য দিকে সরিয়ে নেবার উপায় আছে! কারণ একেবারেই বুক খোলা একটি পোশাক পড়ে হাজির হয়েছিলেন এ শিল্পী। শুধু তাই নয়, পোশাকটি এতটাই ছোট ও টাইট প্রকৃতির ছিলো যে তার ফাক গলে বুক বেরিয়ে আসছিলো মারায়ার।
বার বার নিজেকে সামলে নিচ্ছিলেন তিনি। সব কিছু মিলিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরতে হয় তাকে। আর সে কারণেই পার্টিতে কিছুক্ষণ থেকেই সেখান থেকে বিদায় নেন বিপাকে পড়া মারায়া। কিন্তু ততক্ষণে ফটোসাংবাদিকরা তার সেই ছবি তুলে ফেলেন ঝটপট। আর সেই ছবি এখন ভাইরায় হয়ে গেছে অনলাইনে।