Tue. Sep 16th, 2025
Advertisements

39খোলা বাজার২৪, বুধবার, ০১ জুন ২০১৬: এক বছর হলো আন্তর্জাতিক ক্রিকেটে নাম লিখিয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের ২০ বছর বয়সি তরুণ এই পেসারের নাম এই এক বছরেই ছড়িয়ে পড়েছে ক্রিকেট-বিশ্বে। এরই মধ্যে তার একটি আদুরে নামও হয়ে গেছে- ‘দ্য ফিজ’।
প্রশ্ন হতে পারে, কোত্থেকে এল তার এই ‘ফিজ’ নাম? কে-ই বা দিয়েছেন নামটি?
বেসরকারি এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মুস্তাফিজ নিজেই বিষয়টা খোলাসা করলেন, ‘ফিজ নামটা প্রথমে আমাদের জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে দিয়েছিলেন। তার পর থেকেই সব জায়গায় দেখি ফিজ।’
মুস্তাফিজ আরো বললেন, ‘আমার নামটা একটু বড়, মুস্তাফিজুর রহমান। কোচ আমাকে জিজ্ঞেস করেছিলেন, মুস্তাফিজুর রহমান ছাড়া আমার অন্য কোনো নাম আছে কি না। আমি বলেছিলাম নেই, একটাই নাম। পরে দেখি ব্যাটিং কিংবা বোলিং তালিকায় ফিজ লেখা। তখন জিজ্ঞেস করলাম, কি ব্যাপার আমি কই এখানে! পরে কোচ বলেন এটাই তুমি। সেই জায়গা থেকেই আস্তে আস্তে ফিজ হইছে।’
মুস্তাফিজ, ফিজ কিংবা কাটার মাস্টার- যে নামেই ডাকা হোক না কেন, ২০ বছর বয়সী এই তরুণই তো এখন ক্রিকেট-বিশ্বের বড় বিস্ময়!