Mon. Sep 22nd, 2025
Advertisements

10kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০২ জুন২০১৬: বর্ষবরণের অনুষ্ঠানে নারীদের যৌন হয়রানির মামলায় পুনর্তদন্তের প্রতিবেদনের জন্য আগামী ২৬ জুন দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈনুদ্দিন সিদ্দিকীর আদালতে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবি আই) প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক নতুন করে এ দিন ধার্য করেন।
গত বছরের ৯ ডিসেম্বর আলোচিত এ মামলায় কোনো আসামি খুঁজে না পাওয়ায় মামলাটি দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়ে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়। সেখানে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দাস চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের উৎসবের মধ্যে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকের কাছে ভিড়ের মধ্যে একদল যুবক নারীদের ওপর চড়াও হয়।
প্রথমে পুলিশ ঘটনাটি এড়াতে চাইলেও বিভিন্ন ছাত্র ও নাগরিক সংগঠনের দাবির মুখে এবং উচ্চ আদালতের নির্দেশে মামলা ও তদন্তের উদ্যোগ নিয়েছিল।
এর পর ১৭ মে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ছবি দেখে আট নিপীড়ককে চিহ্নিত করার কথা জানিয়েছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। নিপীড়কদের ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেন তিনি।
এ ঘটনায় ১৫ এপ্রিল শাহবাগ থানার এসআই আবুল কালাম আজাদ যৌন হয়রানির ঘটনায় মামলাটি দায়ের করেন।