Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০২ জুন২০১৬: এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তবে সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উন্মুক্ত করা হতে পারে ‘আইফোন ৭’ ও ‘অ্যাপল ওয়াচ ২’।
অ্যাপল পণ্য বিশ্লেষক ব্রায়ান হোয়াইট জানিয়েছেন, আগের অ্যাপল ওয়াচের তুলনায় নতুন অ্যাপল ওয়াচ ২০ থেকে ৪০ শতাংশ পাতলা হতে পারে। এতে থাকতে পারে আইওএস ১০ এবং তুলনামূলক বড় ডিসপ্লে ও দীর্ঘস্থায়ী ব্যাটারি।
ধারণা করা হচ্ছে, ‘অ্যাপল ওয়াচ ২’-এর সঙ্গে ফোনের সম্পর্ক বিচ্ছিন্ন করা হবে। এর বদলে ঘড়িটিকেই একটা আলাদা ডিভাইস হিসেবে তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। এ ছাড়া অ্যাপল ওয়াচের মাধ্যমেই অ্যাপল মিউজিকও স্ট্রিম করা যাবে।
আগামী ৯ অথবা ১৬ সেপ্টেম্বর নতুন অ্যাপল ওয়াচ ও আইফোন উন্মুক্ত করা হতে পারে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাজারে পাওয়া যাবে এ দুটি ডিভাইস।
আইফোন ৭-এর র‍্যাম ও ইন্টারনাল স্টোরেজের বেশ কিছু সংস্করণ রাখা হবে। আর ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে আইফোনে। ৩২, ৬৪ ও ১২৮ জিবি স্টোরেজের তিনটি আলাদা সংস্করণে ছাড়া হতে পারে ফোনটি।
৬ মিলিমিটার পাতলা এই ফোনে যোগ হতে পারে তারহীন চার্জিংয়ের প্রযুক্তি। আইফোন ৭ মডেলে থাকতে পারে টুকে ডিসপ্লে, ফ্রন্ট ফেসিং স্পিকার্স, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও নন মেটালিক ওয়াটারপ্রুফ ফ্রেম। আর বাদ পড়তে পারে হেডফোন জ্যাক।
আইফোন এসই তুলনামূলক সস্তা দামে ছাড়া হলেও ‘আইফোন ৭’ বেশ দামি হবে বলে ধারণা করছেন অ্যাপলের প্রযুক্তি বিশ্লেষকরা। আইফোন ৭-এর সঙ্গে আইফোন ৭ প্রো নামে আরেকটি মডেল ছাড়া হতে পারে বাজারে।