Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16kখোলা বাজার২৪, শুক্রবার, ০৩ জুন ২০১৬ : ইমেইল ফিল্টার নিয়ে একটি সমস্যা সামলে নিয়েছে মার্কিনসফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এই ফিল্টারের মাধ্যমে প্রতিষ্ঠানটি কোনো স্প্যাম লুকিয়ে থাকা প্রতিরোধ করতে পারবে।
বিবিসি জানিয়েছে, ৩১ মে প্রথম মেইলিং সেবা আউটলুক আর হটমেইল-এ সমস্যা খুঁজে পায় মাইক্রোসফট। নিজেদের সার্ভিস পেইজ থেকে প্রতিষ্ঠানটি বলে, কিছু ব্যবহারকারী হয়তো অত্যধিক স্প্যাম মেইল পাচ্ছেন।
এরপর ব্যবহারকারীদের ইনবক্স আর নিজেদের অবকাঠামো রক্ষায় দুই ধরনের সমাধান আনতে সমর্থ হওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এই সমস্যায় আক্রান্ত অনেক ব্যবহারকারী এই সমস্যা নিয়ে সামাজিক মাধ্যমে অভিযোগ করেছেন। বেন নেলসন নামের একজন ব্যবহারকারী টুইট করেন, আমার মূল ইনবক্সে প্রতি মিনিটে একটি স্প্যাম/জাঙ্ক মেইল পাচ্ছি।
জেনিফার রোজব্লেইড নামের একজন বলেন, জাঙ্ক মেইলে ডুবে যাচ্ছি।
কীভাবে এই সমস্যার উত্থান তা নিয়ে কিছু প্রকাশ করেনি মাইক্রোসফট।