খোলা বাজার২৪, শনিবার, ০৪ জুন ২০১৬ :জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বৃহষ্পতিবার অটিজম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আরডিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে সকাল থেকে দিনব্যাপি অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। এতে মুল বিষয়বস্তু উপস্থাপন করেন ময়মনসিংহের উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষন কেন্দ্রের সহকারী পরিচালক অজিত কুমার সাহা। একাডেমিক সুপারভাইজার এটিএম রূহুল আমীন বেগের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম জহুরা লতিফ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম এলাহী আখন্দ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক, আরডিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম মানিক প্রমুখ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অটিস্টিক একাডেমি স্থাপন প্রকল্পের আওতায় ‘ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিস’-এর আয়োজনে এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও কর্মীসহ ১০০ জন বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহন করেন।