Fri. Sep 19th, 2025
Advertisements

Teacher News Picture -2 , 02.06.2016খোলা বাজার২৪, শনিবার, ০৪ জুন ২০১৬ : গাজীপুর : কাপাসিয়া উপজেলার দিগধা দারুল উলুম সিনিয়র (ডিগ্রি) মাদরাসার অবসর প্রাপ্ত চার শিক্ষকের বিদয়ানুষ্ঠান ২ জুন বৃহস্পতিবার দুপুরে মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকরা হলেন অধ্যক্ষ ছাইদুল হক, প্রফেসর মাওলানা ছলিম উদ্দিন, মাওলানা আবদুল কাদির, মাওলানা মোছলেহ উদ্দিন।
মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ তালুকদারের সভাপতিত্বে নিপসম এর পুষ্টি ও প্রাণ রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা: এমদাদুল হক প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ও অগ্রনী ব্যাংক গাজীপুর সি বি এ সভাপতি আমজাদ হোসেন, উপজেলা আ’লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াজ উদ্দিন মোল্লা, মাওলানা মোর্শিদুর রহমান, সুপারিনটেনডেন্ট মো: শহীদুল্লাহ, জাকির হোসেন, আনোয়ার মুন্সি, জামাল হোসেন, আমীর হোসেন, মজিবুর রহমান, আবুল হাসেম, হেলাল উদ্দিন, সাংবাদিক আবু সাঈদ ও নজরুল ইসলাম প্রমুখ।
স্মৃতি চারণে বক্তারা বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় দিগধা মাদরাসায় মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিলো। মাদরাসার অনেক ছাত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলো। মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা ওয়ারেছ আলী ধর্মীয় শিক্ষা প্রসারে ব্যাপক ভূমিকা রেখেছেন।