খোলা বাজার২৪, শনিবার, ০৪ জুন ২০১৬ : দেখতে সাধারণ বইয়ের মতো, বইটিতে লেখা রয়েছে কেন পানি বিশুদ্ধ করা প্রয়োজন এবং সেটা কিভাবে করা যায়। এ পর্যন্ত সব ঠিক ছিলো। মজার ব্যাপার হচ্ছে, বইটির পৃষ্ঠা ছিঁড়ে পানিতে ফেললে পানি বিশুদ্ধ হয়ে যাবে। এমন ‘পানযোগ্য’ একটি বইয়ের প্রথম মাঠ পরীক্ষণ সফল বলে প্রমাণিত হয়েছে।
পৃষ্ঠাগুলোতে রয়েছে রূপা ও তামার ক্ষুদে কণার আস্তরণ যা মূলত পানিতে থাকা ব্যাকটেরিয়া মেরে ফেলে। পরীক্ষণে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও গানার ২৫টি দুষিত উৎস থেকে পানি সংগ্রহ করে এই পানযোগ্য বইয়ের পৃষ্ঠা ব্যাবহার করবার পর দেখা গেছে পানি থেকে শতকরা ৯৯ ভাগেরও বেশী ব্যাকটেরিয়া দূরীভূত হয়েছে। এর ফলে যে পানি পাওয়া যাচ্ছে তা যুক্তরাষ্ট্রের ট্যাপে সরবরাহ করা পানির মতোই বলে উল্লেখ করছেন গবেষকরা।
যুক্তরাষ্ট্রের বোস্টনে আমেরিকান কেমিক্যাল সোসাইটির আড়াইশোতম জাতীয় বৈঠকে এই ফলাফল উপস্থাপন করা হয়।