Thu. Sep 18th, 2025
Advertisements

23খোলা বাজার২৪, রোববার, ০৫ জুন ২০১৬ : এবার আর পুরনো ভারতীয় বাংলা ছবি নয়, সম্পূর্ণ নতুন চারটি ছবি মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে। ছবিগুলো বাংলাদেশে মুক্তি পাবে কলকাতার সঙ্গে একই সময়ে। ছবিগুলোর আমদানিকারক প্রতিষ্ঠান আরাধনা এন্টারপ্রাইজের কর্ণধার কার্তিক দে খবরটি নিশ্চিত করেছেন।
যে চারটি ছবি আমদানি করা হচ্ছে তার মধ্যে রয়েছে- দেব, অঙ্কুশ, যিশু, সায়ন্তিকা, মিমি, নুসরাত অভিনীত ও রাজা চন্দ্র পরিচালিত ‘প্রেমের গোলমাল’; রাজীব কুমার পরিচালিত দেব ও নুসরাত অভিনীত ‘লাভ এক্সপ্রেস’; সৃজিত মুখোপ্যাধায় পরিচালিত প্রসেনজিৎ, দেব, নুসরাত ও অঙ্কুশ অভিনীত ‘জুলফিকার’ ও কমেলেশ্বর পরিচালিত দেব অভিনীত ‘চাঁদের পাহাড়-২’।
মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটি ছবি কলকাতার সবচেয়ে প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত। তাদের শক্ত প্রতিদ্বন্দ্বী এসকে মুভিজ বছর দুয়েক ধরে এ দেশে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ করছে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে। শ্রী ভেঙ্কটেশের সঙ্গে এ দেশি আমদানিকারকের মধ্যস্থতা করে দিচ্ছেন এ দেশে বহু বছর যাবৎ যৌথ প্রযোজনার ছবি প্রযোজনা করা বিজয় খেমকা। তিনি বিষয়টি স্বীকার করেছেন।
আমদানি প্রসঙ্গে কার্তিক দে বলেন, ২০১২ সালের জাতীয় আমদানি-রফতানির নীতিমালা অনুযায়ী আমরা ছবিগুলো আমদানি করছি। বিনিময়ে আমরা বাংলাদেশ থেকেও সম্পূর্ণ নতুন চারটি ছবি রফতানি করব এবং একই সময়ে মুক্তি দিব। তবে বাংলাদেশি ছবিগুলোর নাম জানতে রোববার বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানালেন তিনি। বিকেলে আনুষ্ঠানিকভাবে চুক্তি হবে ছবিগুলোর প্রযোজকের সঙ্গে।
এর আগে ইন-ইউন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান পুরাতন ভারতীয় ছবি ‘বদলা’, ‘সংগ্রাম’, ‘ওয়ান্টেড’ , ‘থ্রি ইডিয়ডস’, ‘তারে জামিন পার’ ‘ধুম-২’সহ নয়টি ছবি আমদানি করে। যদিও ছবিগুলো দেশীয় বাজারে খুব একটা সুবিধা করতে পারেনি। মুক্তির ২-৩ দিন পরেই হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল।