Thu. Sep 18th, 2025
Advertisements

31খোলা বাজার২৪, রোববার, ০৫ জুন ২০১৬ : কোপা আমেরিকার শতবর্ষী টুর্নামেন্টে শুভসূচনা করেছে পেরু। রোববার বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে পাওলো গুয়েরেরোর রেকর্ড গোলে হাইতিকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে দক্ষিণ আমেরিকান দলটি।
ওয়াশিংটনের সেঞ্চুরি লিংক ফিল্ডে রোববার ভোর বাংলাদেশ সময় সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে হাইতিকে চেপে ধরে পেরু। কিন্তু প্রথমার্ধে কাক্সিক্ষত গোলের দেখা পায়নি দলটি।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে গোলের দেখা পায় পেরু। এডিনসন ফ্লোরেসের ক্রস থেকে ভেসে আসা বলে দুর্দান্ত এক হেডে প্রতিপক্ষের জাল কাঁপান গুয়েরেরো।
এই গোলের মাধ্যমে তিওপিলো কুবিলাসকে টপকে পেরু জাতীয় দলের হয়ে সর্বাধিক গোলের মালিক বনে যান গুয়েরেরো। পেরুর হয়ে এখন সর্বোচ্চ ২৭টি গোলের মালিক তিনি।
কোপা আমেরিকায় পেরু তুলনামূলক কম শক্তির দল হলেও দক্ষিণ আমেরিকান প্রতিযোগিতাটি দু’হাত ভরে দিয়েছে গুয়েরেরোকে। ২০১১ সালের আসরে এককভাবে সর্বোচ্চ গোলদাতার (৫টি) পুরস্কার জেতার পর গত আসরেও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয় করেন তিনি। তবে গত আসরে তার সমান চারটি গোল করে এডুয়ার্ডো ভারগাস পুরস্কারটি ভাগাভাগি করে নেন।
এরপর ব্যবধান বাড়ানোর জন্য আক্রমণাত্মক খেলা অব্যাহত রাখে পেরু। সমতা ফেরানোর জন্য চেষ্টা করে হাইতিও। তবে কোনো দলই সফল না হওয়ায় ন্যুনতম ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পেরু।
প্রসঙ্গত, আগামী ৯ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে হাইতি। একইদিন পেরুর প্রতিপক্ষ ইকুয়েডর।