Sun. Sep 21st, 2025
Advertisements

27খোলা বাজার২৪ সোমবার, ৬ জুন ২০১৬: তামিল অভিনেত্রী কাজল আগারওয়াল মরণোত্তর চক্ষুদানের ঘোষণা দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মৃত্যুর পর এই চোখ দৃষ্টি প্রতিবন্ধীদের দেওয়া হবে।
‘দু লাফজন কি কাহানি’ নামের এক ছবিতে দৃষ্টি প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করার পর এমন সিদ্ধান্ত নিলেন কাজল। শুধু তাই নয়, ইতোমধ্যে দৃষ্টি প্রতিবন্ধি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কাজ শুরু করে দিয়েছেন তিনি।
কাজলের সাথে আরেক বলিউড তারকা রণদীপ হুদাও চক্ষু দানের ঘোষণা দিয়েছেন। এই প্রসঙ্গে কাজল আগারওয়াল বলেন, চোখ মানুষের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ তা আমি আর রণদীপ দা বুঝতে পেরেছি। প্রত্যেক মানুষ যেন তার চোখ দান করে সেই জন্য জনসচেনতা বাড়াতে তারা কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
যদিও চোখ সারাতে কর্ণিয়াসহ অন্যান্য উপকরণ তৈরিতে স্বাস্থ্য বিজ্ঞান এখন অনেক এগিয়ে গেছে তার পরেও কাউকে নিজের চক্ষু দান করা হলে সেটা হবে জীবনের শ্রেষ্ঠ দান।