Sun. Sep 21st, 2025
Advertisements

bagerhatখোলা বাজার২৪, শুক্রবার, ১১ জুন ২০১৬: বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে মফ্ফার চৌধুরী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।
শনিবার সকালে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত মফ্ফার চৌধুরী ওই একই গ্রামের বাসিন্দা।আহতদের নাম জানা যায়নি। তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমম্পেøক্স ও পার্শ্ববর্তী গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম খায়রুল আনাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে সিংগাতি গ্রামের এনায়েত চৌধুরী ও কাওসার চৌধুরীর সমর্থকরা দেশি বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে একজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন বেশ কয়েকজন।তিনি আরো জানান, খবর পেয়ে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নিহত ব্যক্তি কোন পক্ষের সমর্থক তা জানা যায়নি।