Tue. Sep 16th, 2025
Advertisements

22খোলা বাজার২৪, শুক্রবার, ১১ জুন ২০১৬: রিভ অ্যান্টিভাইরাস বাজারজাতকরণের দায়িত্ব পেয়েছে বাংলাদেশী প্রযুক্তি প্রতিষ্ঠান টেক রিপাবলিক। হার্ডওয়্যার ও সফটওয়্যার বাজারজাতকরণের পাশাপাশি কর্পোরেট প্রতিষ্ঠানসমূহে আইটি সমাধানদাতা হিসেবেও কাজ করে টেক রিপাবলিক।
অনলাইনের পাশাপাশি চলতি মাস থেকেই দেশে কম্পিউটার ও কম্পিউটার সামগ্রীর দোকান থেকে রিভ অ্যান্টিভাইরাস কেনা যাবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
টেক রিপাবলিক-এর ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ফয়েজ মোরশেদ বলেন, বাংলাদেশের বাজারে রিভ অ্যান্টিভাইরাস বাজারজাতকরণের দায়িত্ব নিতে পেরে তারা ‘ভীষণভাবে আনন্দিত’। বাংলাদেশের মানুষের সাইবার নিরাপত্তা দিয়ে রিভ অ্যান্টিভাইরাস ‘দারুণ ভূমিকা রাখবে’ বলে তিনি আশা প্রতাশ করেন।”
রিভ অ্যান্টিভাইরাস প্রধান সঞ্জিত চ্যাটার্জি বলেন, “বর্তমান সময়ে কম-বেশি সবার একাধিক ডিভাইস, তাই রিভ অ্যান্টিভাইরাসও দিচ্ছে প্রতিটি প্যাকেজে ন্যূনতম দুটি করে লাইসেন্স। অ্যান্টি-থেফট সেবাসহ সর্বাধুনিক এই নিরাপত্তা প্রোগ্রামে আরও রয়েছে মোবাইল অ্যাপ থেকেই নিজের সকল ডিভাইস সার্বক্ষণিক মনিটর করার ব্যবস্থা।”
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক নিরাপত্তা পণ্যের মান যাচাইকারী প্রতিষ্ঠান ‘অপসোয়াত’ সনদ অর্জনকারী রিভ অ্যান্টিভাইরাস পাওয়া যাবে তিনটি সংস্করণে- অ্যান্টিভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি ও টোটাল সিকিউরিটি। এ ছাড়াও মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য রয়েছে অ্যান্ড্রয়েড, আইওএস ও উইন্ডোজ মোবাইল সংস্করণ। সব সংস্করণের জন্যই থাকছে ওয়েবসাইট থেকে ২৪*৭ লাইভ চ্যাটসহ গ্রাহকসেবা।