Mon. Sep 22nd, 2025
Advertisements

28খোলা বাজার২৪, শুক্রবার, ১১ জুন ২০১৬: প্রতিবন্ধীকে বিয়ের খোলামেলা ঘোষণা দিলেন মিস আর্থ ইন্টারন্যাশনাল-২০১৬ ও মিস আয়ারল্যান্ড-২০১৪ খেতাব বিজয়ী বাংলাদেশের মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তি। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন ঘোষণা দেন তিনি।
এ বিষয়ে প্রিয়তি বলেন, আমি একটি খোলামেলা ঘোষণা দিতে চাই। আমি যদি কখনো বিয়ে করি তবে কোন প্রতিবন্ধীকেই বিয়ে করবো। কারণ ওরা অন্তত চরিত্রহীন হয় না। ফ্লার্ট করে বেড়ায় না। বিপরীত সেক্সের পেছনে ছুটে না। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মার্কেট বাড়ানোর জন্য সুন্দর মেয়েদের সাথে ছবি তুলে পোস্ট দিতে থাকে না। জীবন সঙ্গী থাকার পরও ওরা অন্য কারও কাছে সুখ খুঁজে না। সবচেয়ে বড় কথা হলো প্রতিবন্ধীরা মিথ্যা অভিনয় করতে জানে না। জানে শুধু একনিষ্ঠ থাকতে। তাদের চাহিদা কম। তারা অল্পতেই সুখী। আর জীবনে কি লাগে! তাই আমার এ সিদ্ধান্ত। এদিকে বাংলাদেশের মেয়ে প্রিয়তি বর্তমানে আয়ারল্যান্ডে একজন বৈমানিক হিসেবে কাজ করছেন।
২০১৪ সালে তিনি শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে মিস আয়ারল্যান্ড নির্বাচিত হন। চলতি বছরই তিনি মিস আর্থ ইন্টারন্যাশনাল টাইটেল জেতেন। সর্বশেষ এ বছরই বাংলাদেশে এসেছিলেন তিনি। বাংলাদেশে ভালো ও মানসম্পন্ন কাজের প্রস্তাব পেলে সেটি করবেন বলেও জানান তিনি।