Thu. Sep 18th, 2025
Advertisements

bagerhatখোলা বাজার২৪, শুক্রবার, ১১ জুন ২০১৬: বাগেরহাট : সুন্দরবনের আরবাউনিয়া খাল থেকে বনদস্যুদের ফেলে যাওয়া ৪টি পাইপগান উদ্ধার করেছে মংলা কোস্টগার্ড। শনিবার দুপুরে পশ্চিম সুন্দরবনের নলিয়ানের আরবাউনিয়া খালের চর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে পশ্চিম সুন্দরবনের নলিয়ানের আরবাউনিয়া খালে অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা।এসময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা তাদের অস্ত্র খালের চরে ফেলে রেখে দ্রুত সুন্দরবনে গহীনে পালিয়ে যায়। পরে খালের চর থেকে ৪টি দেশী তৈরি পাইপগান উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।