Fri. Sep 19th, 2025
Advertisements

22kখোলা বাজার২৪, রোববার, ১২ জুন ২০১৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সরকারের চার মন্ত্রীর আসাটা যেন বিফল না হয়। তারা সরকারের অনেক গুরুত্বপূর্ন দায়িত্বে রয়েছেন। তাই তাদের কাছে প্রত্যাশাও অনেক। সিদ্দিকী হত্যা সহ দেশে যে নিয়মিত হত্যার ঘটনা ঘটছে এতে রাষ্ট্রের সকাল পর্যায়ের মানুষ আজ নিরাপত্তাহীনতায় রয়েছে। এই ধরনের গুম-হত্যা রুখতে হলে আমাদের সকলে মিলে দীর্ঘমেয়াদি সামাজিক আন্দোলন করতে হবে’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে শনিবার বেলা ১১টার দিকে শহীদুল্লাহ কলা ভবনের সামনে ইংরেজি বিভাগের আয়োজিত এক মৌন মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন বিভাগের সভাপতি প্রফেসর ড. এ এফ এম মাসউদ আখতার।
তিনি আরও বলেন, ক্রস ফায়ারে নয় সিদ্দিকী হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত সনাক্ত করে দেশের প্রচলিত গণতান্ত্রিক কাঠামোই বিচার করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ড. শেহনাজ ইয়াসমীন, ড. মো. শহীদুল্লাহ, মো. জহুরুল ইসলাম, অসীম কুমার দাস, মো. শহীদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, রুবাইদা আখতার, ড. মো. মোমিনুল ইসলাম সহ বিভাগের শতাধিক শিক্ষক শিক্ষার্থীরা।