Wed. Sep 24th, 2025
Advertisements

32kখোলা বাজার২৪, রোববার, ১২ জুন ২০১৬: মাদক মুক্ত সমাজ গড়ে তোলার জন্য প্রয়োজন নাগরিক, প্রশাসনিক ও আইনি সহযোগিতার সৎ সংস্কৃতি এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নাগরিক সংলাপ। রোববার সকালে পৌরসভার মিলনায়তনে এই সংলাপ আয়োজন করেন অবসর প্রাপ্ত মেজর জেনারেল আমসাআ আমিন, এনডিসি,পিএসসি। মাদক মুক্ত সমাজ গড়ার নাগরিক সংলাপে অবসর প্রাপ্ত মেজর জেনারেল আমসাআ আমিন-এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম ৪৫ বিজিবি পরিচালক লে.কর্ণেল জাকির হোসেন,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ,পৌর মেয়র আব্দুল জলিল, রংপুর কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম,এ্যড.এসএম আব্রাহাম লিংকন পিপি প্রমুখ।
সংলাপে বলা হয় কুড়িগ্রাম জেলার প্রায় ৩শ কি.মি.সীমান্ত এলাকা দিয়ে রয়েছে ভারতের তিনটি রাজ্যের সীমানা। এই বিশাল সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিন স্থল ও নৌ পথে প্রায় কোটি টাকার মাদক প্রবেশ করছে। যা দেশের রাজধানীসহ বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে। এছাড়াও সংলাপে বলা হয় সীমান্ত অনুযায়ী বিজিবি ও পুলিশসহ আইন- শৃংখলা বাহিনীর লোকবল সংকট ছাড়াও তাদের সীমাবদ্ধতা তুলে ধরা হয়। মাদকের ভয়াবহতা তুলে ধরে সংলাপে এই সমস্যা সমাধানের জন্য প্রথমেই অভিভাবকদের সচেতন হবার আহবান জানান হয়।