Sun. Sep 21st, 2025
Advertisements

38খোলা বাজার২৪, রোববার, ১২ জুন ২০১৬: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি সমকামী নাইটক্লাবে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে কয়েকজন আহত হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়েছে, অনিশ্চিত কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, পালস ক্লাব নামে ওই ক্লাবের ভেতর এখনও অবস্থান করছে হামলাকারী। জিম্মিও করে রেখেছে কয়েকজনকে।
ওরলান্ডো পুলিশ জনগণকে ওই এলাকা থেকে দূরে থাকতে আহ্বান জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিও ফুটেজে কয়েক ডজন জরুরী সেবাদানকারী গাড়ির উপস্থিতি দেখা গেছে।
পেভমেন্টে চিকিৎসা দেয়া হচ্ছে ভিকটিমদের। হামলার সময় ক্লাবের ভেতরে ছিলেন এমন এক ব্যক্তি জানান, স্থানীয় সময় রাত ২টার দিকে হামলাকারী গুলি ছুড়তে শুরু করে।
রিকার্ডো আলমোদোভার নামে ওই ব্যক্তি পালস ক্লাবের ফেসবুক পেইজে লিখেছেন, ড্যন্স ফ্লোর ও বারে যারা ছিলেন, তারা আত্মরক্ষার তাগিদে মাটিতে পড়ে যান। যারা বার বা পেছনের দরজার পাশে ছিলেন, তারা আমার মতো দৌড়ে পালাতে পেরেছে। অ্যান্থনি তোরেস নামে আরেক ব্যক্তি জানান, তিনি অনেককে চিৎকার করতে শুনেছেন যে ভেতরের অনেকে মারা গেছে। স্থানীয় টিভির প্রতিবেদক স্টুয়ার্ট মুর টুইট করেন যে, তাকে একটি সূত্র জানিয়েছে ২০ জনেরও বেশি মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। তিনি জানান, হামলাকারীরা জিম্মি সহ নাইটক্লাবের ভেতর অবস্থান করছে। আশঙ্কা করা হচ্ছে, তাদের শরীরে বোমা রাখা আছে।