Wed. Sep 17th, 2025
Advertisements

14kখোলা বাজার২৪, সোমবার, ১৩ জুন ২০১৬: সারা দেশে পুলিশের সাঁড়াশি অভিযানে বিএনপির দুই হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ এ অভিযোগ করেন।
বিএনপি নেতা বলেন, সব মিলিয়ে সারা দেশে সাত হাজার মানুষকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রিজভী অভিযোগ করেন, সারা দেশে অব্যাহত গুপ্তহত্যা বন্ধ করতে পুলিশ এই অভিযানের নামে গ্রেপ্তার-বাণিজ্যে লিপ্ত হয়েছে। সরকার চলমান গুপ্তহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে সাধারণ মানুষের মনে ভয়-ভীতি সৃষ্টি ও বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলন দমন করতে এই অভিযান পরিচালনা করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।