Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20kখোলা বাজার২৪, সোমবার, ১৩ জুন ২০১৬: চাকুরীর বয়স ও বেতন স্কেল বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এখতিয়ার বহির্ভূত পত্র প্রত্যাহার ও আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক পেশকৃত ৫ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি। রোববার বেলা ১১টার দিকে সিনেট ভবনের সামনে এ মানবন্ধনের আয়োজন করা হয়।

রাবি অফিসার্স সমিতির সহ-সভাপতি এম জাহিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম নজরুল ইসলাম শেলী’র সঞ্চালণায় মাননবন্ধনে বক্তব্য রাখেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডেপুটি রেজিস্ট্রার তাজুল ইসলাম খান, সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব বদিউল ইসলাম, কেন্দ্রীয় গ্রন্থাগারের ডেপুটি লাইব্রেরীয়ান ড. গোলাম মোস্তফা, সংস্থাপনা শাখার ডেপুটি রেজিস্ট্রার শওকত আলী শেখ, সমিতির কার্যনির্বাহী সদস্য ডা. শামীম চৌধুরী, ভূগোল বিভাগের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ৭৩ সালের অ্যাক্ট অনুযায়ী বিশ^বিদ্যালয় স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে তারা তাদের সিনেট ও সিন্ডিকেট দ্বারা পরিচালিত হবে। সে হিসেবে আমাদের শিক্ষকদের চাকুরীর বয়স সীমা ৬৫ আর অফিসারদের ৬২ বছর। এটা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আমাদের চাকুরী বয়স সীমা ৬২ থেকে ৬০ বছর করতে বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছে।

একদিকে স্বায়ত্ত্বশাসন অন্যদিকে ইউজিসির হস্তক্ষেপ একসাথে দৈতনীতি চলতে পারে না। আমরা অবিলম্বে এই পত্রাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এসময় অফিসার্স সমিতির পক্ষ থেকে ৫ দফা দাবি ও আগামী ১৩ জুন সোমবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অর্ধদিবস এবং ১৪ জুন মঙ্গলবার পূর্ণদিবস কর্মবিরতির কর্মসূচি প্রদান করা হয়।

মানবন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।