খোলা বাজার২৪, সোমবার, ১৩ জুন ২০১৬: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সারাদেশে ‘আসুস ঈদ ধামাকা ২০১৬’ শীর্ষক সেলস প্রমোশন ক্যামপেইনের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। এই অফারের আওতায় যে কোনো আসুসের পণ্য কিনলে মিলবে আকর্ষণীয় উপহার।
ঈদ ধামাকা এই অফারে আসুসের পণ্য ক্রয়ে নিশ্চিত উপহার হিসেবে ক্রেতারা পাবেন টি-শার্ট, রেইনকোট ও ব্যাগপ্যাক। এছাড়াও ক্রেতারা স্ক্র্যাচকার্ড ঘষে মেগা উপহার হিসেবে জিতে নিতে পারবে এসি, ফ্রিজ, জেনফোনের মত আকর্ষনীয় পুরস্কার। ১১ জুন থেকে শুরু হওয়া এই অফার চলবে ২৮ রমজান পর্যন্ত।