Tue. Sep 23rd, 2025
Advertisements

bagerhatখোলা বাজার২৪, সোমবার, ১৩ জুন ২০১৬: বাগেরহাটের ফকিরহাট উপজেলার বৌলতলী এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী সহ -২জন নিহত হয়েছেন। সোমবার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজবাড়ী জেলা সদরের সুজিত দাস (৩৫) ও তার স্ত্রী সুমিতা দাস (২৭)। বাগেরহাটের কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক জামাল শেখ জানান, সুজিত সকালে ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামের শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে রাজবাড়ী যাচ্ছিলেন। পথে মহাসড়কের বৌলতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এদিকে, দুর্ঘটনার পর পিকআপ ভ্যান ফেলে চালক পালিয়ে গেছে বলে পুলিশ জানায়।