Sun. Sep 21st, 2025
Advertisements

15kখোলা বাজার২৪, বুধবার, ১৫ জুন ২০১৬: জাসদ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের মন্তব্যের সমালোচনা করে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যখন সাধারণ নাগরিকদের ওপর আক্রমণ হচ্ছে, তখন ১৪ দলের অভ্যন্তরে কোনো দলাদলি কাদা ছোঁড়াছুঁড়ির নয়। এই মুহূর্তে ঐক্য রক্ষা করা দরকার।
মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউজে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলাপকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমি আওয়ামী লীগ, জাসদ নেতা-কর্মীদের বলব আপনারা উত্তেজিত হবেন না। আপনারা ধৈর্য হারাবেন না। জঙ্গি দমনে শেখ হাসিনার পাশে, ১৪ দলের পাশে থাকবেন।
মন্ত্রী আরো বলেন, ‘৭২ থেকে ‘৭৫ এর ঘটনা ইতিহাসের পাতায় চলে গেছে। এটি ইতিহাস চর্চার সময় না। ‘৭৫-পূর্বাপর ঘটনা বিশ্লেষণ করেই জাসদ, আওয়ামী লীগ ঐক্যের সিদ্ধান্ত নিয়েছে। তার ভিত্তিতেই ১৪ দল গড়ে উঠেছে।
এ সময় ১৪ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।