Fri. Sep 19th, 2025
Advertisements

37খোলা বাজার২৪, বুধবার, ১৫ জুন ২০১৬: আপনি ধূমপান না করলেও আপনার স্বামীর কারণে শিকার হতে পারেন বন্ধ্যাত্বের। এমনকি আপানার ঋতুচক্রেও দেখা দিতে পারে নানা সমস্যা। স্বাভাবিক নিয়মে মহিলাদের ঋতুচক্রের প্রক্রিয়া ৫০ বছর বয়স পর্যন্ত চলে। প্যাসিভ স্মোকিংয়ে (পরোক্ষ ধূমপান) ঋতুচক্রের প্রক্রিয়া সময়ের আগেই বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে, এমনটাই দাবি করা হয়েছে এক গবেষণায়।
গবেষকদের দাবি, প্রত্যক্ষ ধূমপানের মতোই একই ক্ষতি হয় পরোক্ষ ধূমপানেও।
নিউইয়র্কের কলেজে এই নতুন গবেষণায় মহিলাদের ধূমপান করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার কথাও বলা হয়েছে। পরোক্ষ ধূমপান এবং বন্ধ্যাত্ব-সংক্রান্ত বিষয়ে একটি জার্নালও প্রকাশ করেছেন গবেষকরা। তামাক নিয়ন্ত্রক অনলাইন জার্নালে তা প্রকাশও করা হয়েছে।