Tue. Sep 23rd, 2025
Advertisements

Rangpurখোলা বাজার২৪, বুধবার, ১৫ জুন ২০১৬: আব্দুর রহমান রাসেল,রংপুর: গত মঙ্গলবার এসআই খায়রুল আলম মোবাইল ডিউটিতে থাকাকালীন সময়ে অফিসার ইনচার্জ এর মাধ্যমে জানতে পারেন, ইসলামপুর হনুমানতলা বাদশা মিয়ার মুদি দোকানের সামনে কোতয়ালী থানাধীন বাউইয়াপাড়া মাজার রোড মো: হানিফের স্ত্রী অঞ্জনা খাতুন (২৭) কে স্থানীয় লোকজন আটক করে রেখেছে। এ সংবাদ পেয়ে এসআই খায়ারুল সঙ্গীয় ফোর্সসহ ঘটনা স্থলে উপস্থিত হন এবং আসামীকে হেফাজতে গ্রহণ করেন। স্থানীয় মহিলা দ্বারা তার ভ্যানিটি ব্যাগ তল্লাশী করে ১২ পিস ইয়াবা, ৭ পুড়িয়া হিরোইনসহ তাকে গ্রেফতার করে। স্থানীয়ভাবে জানা যায়, তারা স্বামী – স্ত্রী দু’জনে মিলে মাদক ব্যবসার সাথে জরিত। কোতয়ালী থানাধীন এসআই ওলিয়ার রহমান স্পেশাল ২ ডিউটিতে থাকাকালীন সময়ে জানতে পারেন যে, রংপুর রেল স্টেশনের সামনে গ্রেফতারকৃত আসামী মুসলিমপাড়ার মনু মিয়ার ছেলে বেপ্লব হোসেন (৪২) গাঁজা হেফাজতে রেখে বিক্রয় করছে। এ সংবাদ পেয়ে এসআই ওলিয়ার রহমান সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনা স্থলে যায় এবং আসামীকে হাতেনাতে আটক করে। স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার দেহ তল্লাশী করে তার হেফাজত হতে একটি প্যালাস্টিকের বাজার ব্যাগে সাদা পলিথিনে বিশেষ কায়দায় রক্ষিত ১ কেজি শুকনা গাঁজা ও সিমেন্টের খাকী কাগজে মোড়ানো ২০ পুড়িয়া শুকনা গাঁজাসহ মোট ১ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার ও তাকে গ্রেফতার করেন। এ ঘটনায় পৃথক দু’টি মাদকের মামলা রেকর্ড হয়। আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালদে প্রেরণ করা হয়।