Mon. Sep 22nd, 2025
Advertisements

jhenaidahখোলা বাজার২৪, বুধবার, ১৫ জুন ২০১৬: ঝিনাইদ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাকের চাপায় সিদাম দাস (৭০) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভাটই বাজারে এ দুর্ঘটনা ঘটে। ওই বৃদ্ধ ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুকমালা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সাংবাদিককে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ভাটই বাজারের সামনে রাস্তা পার হচ্ছিলেন সিদাম। এসময় ঝিনাইদহ থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। বিকেল ৫টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।