Mon. Sep 22nd, 2025
Advertisements

2kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬: এক মাস আগে যে ছয় সন্দেহভাজন জঙ্গি সদস্য্যকে ধরিয়ে দিতে পুলিশ পুরস্কার ঘোষণা করেছিল, তাদের মধ্যে প্রথম একজনকে প্রকাশক আহমেদুর রশীদ টুটুল হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ বলছে, গ্রেপ্তার শিহাব ওরফে সুমন ওরফে সাইফুল নামের ২০ বছর বয়সী ওই যুবক নিষিদ্ধ জঙ্গি দল আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে জড়িত।
বুধবার রাতে ঢাকার উত্তরার কাছাকাছি বিমানবন্দর সড়ক থেকে শিহাবকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাশরুকুর রহমান খালেদ জানান।
তিনি বলেন, “প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের স্বত্ত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলকে হত্যাচেষ্টার ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে।”
আহমেদুর রশীদ টুটুল সুস্থ হয়ে চলে গেছেন দেশের বাইরে আহমেদুর রশীদ টুটুল সুস্থ হয়ে চলে গেছেন দেশের বাইরে শুদ্ধস্বরের কার্যালয়ে ঢোকার পথ শুদ্ধস্বরের কার্যালয়ে ঢোকার পথ গত ১৯ মে এক নোটিসে শিহাবকে ধরিয়ে দিতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয় পুলিশের পক্ষ থেকে। তবে শিহাবকে গ্রেপ্তারের ক্ষেত্রে সাধারণ নাগরিকদের কেউ তথ্য দিয়ে সহযোগিতা করেছে কি না- সে তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।