Tue. Sep 23rd, 2025
Advertisements

8kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬: ঈদে মহাসড়কে যানজট নিরসনে সেনাবাহিনীর রেকার নামানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, যানজটের কারণে আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যেন দুর্ভোগ না হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। নিশ্চিত করে বলা যায়, রাস্তার কারণে কোনো যানজট সৃষ্টি হবে না। তিনি বলেন, ঈদ এলেই লক্কড়ঝক্কড় বাসগুলো রাস্তায় নামানো হয়। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এ কারণে এবার সেনাবাহিনীর কাছে রেকার চাওয়া হয়েছে।
সেতুমন্ত্রী বলেন, অন্যান্য সংস্থার কাছে যেসব রেকার আছে, সব রাস্তায় নামানো হবে। যেখানেই বাস নষ্ট হয়ে যাবে, সেগুলো তাৎক্ষণিকভাবে রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হবে।
ওবায়দুল কাদের আরো বলেন, এবার ঈদে মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বি আরটিসির ৪৫০টি বাস চলবে। এ ছাড়া আরো ৫০টি রিজার্ভ থাকবে। বাসের সংকট দেখা দিলে রিজার্ভ বাসগুলো ব্যবহার করা হবে।
সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে রোভার স্কাউট সদস্যদের নিয়োজিত করা হবে বলেও জানান মন্ত্রী।