Mon. Sep 22nd, 2025
Advertisements

34kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬: উলগুলানের মহানায়ক বিরসা মুন্ডার ১১৬ তম মৃত্যু দিবস উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার নওগাঁ জেলা প্রেস ক্লাবে আদিবাসী যুব পরিষদ ও আদিবাসী ছাত্র পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ এই আলোচনা সভার আয়োজন করে। আদিবাসী যুব পরিষদের সভাপতি মার্টিন মুর্মুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় প্রধান আলোচক ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁ জেলা কমিটির উপদেষ্টা কবি অধ্যাপক আতাউল হক সিদ্দিকী। এছাড়া অন্যান্যের মধ্যে জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁ জেলা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, জয়নাল আবেদীন মুকুল, সুভাষ চন্দ্র হেম্ব্রম, নরেন চন্দ্র পাহান, সুধীর পাহান, নিরঞ্জন পাহান, হরিদাস পাহান, দীলিপ পাহান, অলিভ পাহান, নগেন উড়াও, কাজল পাহান প্রমূখ আলোচনায় অংশ নেন। আলোচকরা আদিবাসী নেতা বৃটিশ বিরোধী আন্দোলনের পুরোধা উলগুলানের মহা নায়ক বিরসা মুন্ডার জীবনী তুলে ধরেন। এসময় তারা সকল আদিবাসী জনগোষ্ঠির উদ্দেশ্যে বলেন- বিরসা মুন্ডার মত অন্যয়ের প্রতিবাদী ও বিদ্রোহী হতে হবে। তাঁর আদর্শকে হৃদয়ে ধারন করে চলতে না পারলে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। আলোচনা সভায় আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় সরকারের নীতি নির্ধারকদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।