Sat. Sep 20th, 2025
Advertisements

munshiganjখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬: সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের গেড়াপীপাড়া গ্রামের আমির হোসেন মৃধার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তার ছোট ভাই বিদেশ থেকে দেশে ফিরতে পারছেনা। বাড়ি এলেই মেরে ফেলার হুমকী। এ পরিবার বিএনপি করার কারণে দীর্ঘদিন ধরে অত্যাচারের স্বীকার হয়ে আছেন।
ভুক্তভোগী আমির হোসেন জানান, আমরা বিএনপি’র সমর্থক তবে আমার এক ভাই তোফায়েল উপজেলা ছাত্রদলের নেতা ছিল। তত্ত্বাবধায়ক সরকারের সময় লগি-বৈঠা আন্দোলনে সে আহত হয়। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক মামলা দিয়ে হয়রানী করছে। বর্তমানে আমার ভাই তোফায়েল লন্ডনে রয়েছে। স্থানীয় এক আওয়ামীলীগ নেতা আমাদের অব্যাহত হমকী বাড়ি থেকে বের হলেই মারধর করবে এবং প্রতিনিয়িত মানসিক অত্যাচারে রেখেছে। এ বিষয়টি স্থানীয় ওয়ার্ড মেম্বারকে জানাই। কয়েকদিন আগে থানায় জিডি করতে গেলে ডিউটি অফিসার তাদের নাম দিতে বলে। জিডি বা মামলায় তাদের নাম দিলে এলাকায় আর থাকা যাবে না। তাই আইনের আশ্রয় নিতে পারি নাই। এছাড়া আমার ভাই তোফায়েল লন্ডন থেকে দেশে আসত। সে জানায় গত কিছুদিন আগে প্রধানমন্ত্রী লন্ডন সফরে গিয়েছিলেন, সেখানে নাকি আমার ভাই বিএনপি’র সাথে থেকে বিক্ষোভ করেছে। এজন্য ইউনিয়ন যুবলীগের এক উচ্ছৃঙ্খল নেতা বাড়িতে হুমকী দেয় যে, তোফায়েল দেশে আসলে ওকে মেরে ফেলবে। তাছাড়া তোফায়েলের ফেসবুকে হুমকি দিয়ে লিখেছে দেশে আসলে তোর মৃত্যু হবে। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ব্যাপারে মালখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানজিদা আক্তার জোৎ¯œা জানান, এ বিষয়টি আমার জানা নেই।
সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, এব্যাপারে থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।